৮ মাসে কুরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করল ৮ বছরের আলভি

কুরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করল ৮ বছরের আলভি

সিলেট সংবাদদাতা : আট বছরের একটি ছোট্ট শিশু মাত্র আট মাসে কুরআন হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে মুহাম্মদ আলভি পবিত্র কুরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার এই ছাত্রের কৃতিত্বে খুশি শিক্ষকসহ এলাকাবাসী ও তার মা-বাবা গত সোমবার রাতে মাদ্রাসার বার্ষিক পাগড়ি প্রদান অনুষ্ঠানে আলভির মাথায় পাগড়ি পরানো হয়।

হাফেজ আলভি উপজেলার ইলাশপুর গ্রামের আব্দুল জাবিদের ছেলে। তার বাবা পেশায় একজন শিক্ষক। আলভি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

হাফেজ আলভির বাবা আবদুল জাবিদ বলেন, আমার অনেক ইচ্ছা— আমার ছেলে কুরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ ও রাসুল (সা.)-এর উছিলায় বড় হয়ে ইসলামের খেদমত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *