চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় বাসা ভাড়ার দুই হাজার টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ইরফান (২৬) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাফরের ভাড়া ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইরফান উপজেলার ১১নং জুইঁদন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাসা ভাড়ার ২ হাজার টাকার জন্য স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে ইরফান নামে ওই যুবক আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।