স্বামী-স্ত্রীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নগদ টাকাসহ ১৯ ভরি স্বর্ণ লুট

স্বামী-স্ত্রীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নগদ টাকাসহ ১৯ ভরি স্বর্ণ লুট

টাঙ্গাইল সংবাদদাতা : সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুরে বেড়ে গেছে চুরি-ডাকাতি। ফলে আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। মধ্যরাতে বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে স্বামী-স্ত্রীকে আটকে রেখে নগদ ৬০ হাজার টাকা ও ১৯ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতদল। ডাকাতির সময় বাধা দিতে গেলে দু’জনকে মারপিট করে আহতও করা হয়।

সোমবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পশ্চিমপাড়া আলীম আল রাজিম আকন্দের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ইউপি সদস্য রুবেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১০ মে ভূঞাপুর বাজার মোড়ের রহিমা ফার্মেসিতে ভয়াবহ চুরি হয়। এতে দোকানের টিনের চাল কেটে ১০ লাখ টাকার ঔষধ ও মালামাল নিয়ে গেছে। ৪ মে শনিবার উপজেলা অলোয়ায় এক প্রধান শিক্ষকের বাড়িতে চুরি করে ১ লাখ টাকা এবং ৩ ভরি সোনা নিয়ে গেছে চোরদল।

ভুক্তভোগী আলীম আল রাজিম জানান, ডাকাতরা বাসার পেছনে লোহার গ্রিল কেটে মধ্যরাতে বাসার ভেতরে প্রবেশ করে। তখন আনুমানিক রাত দেড়টা হবে। পরে হঠাৎ কোনো কিছু শব্দে ঘুম ভাঙলে চিৎকার করার চেষ্টা করলে আমার ও সন্তানদের মাথায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে আমাকে বাঁচাতে চেষ্টা করলে তাকেও মেরে ফেলার হুমকি দিয়ে আলমারি ও লকারের চাবি চায় ডাকাত দল। চাবি দিতে না চাইলে ডাকাতরা আমাদের সাড়ে ৩ ঘণ্টা আটকে রেখে মারধর করে। নগদ ৬০ হাজার টাকা ও ১৯ ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, তারা রাত ৪ টার দিকে পালিয়ে গেলে তাৎক্ষণিক ডাক-চিৎকার করলে লোকজন আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সকালে বিষয়টি ভূঞাপুর থানা পুলিশকে জানানো হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন মঙ্গলবার ভুক্তভোগী বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *