সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে পাঁচটি রকেট নিক্ষেপ

সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে পাঁচটি রকেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের জুম্মার শহর থেকে সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত
পাঁচটি রকেট ছোড়া হয়েছে। রোববার দুই ইরাকি নিরাপত্তা সূত্র ও এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন, সিরিয়ার রুমালিনের
একটি জোট ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে এটিই মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনও হামলা। সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে
এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে রকেটগুলো মার্কিন ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তা
এখনও স্পষ্ট নয়। এছাড়াও ওই ঘাঁটি লক্ষ্য করেই রকেটগুলো ছোড়া হয়েছিল কিনা, তাও পরিষ্কার নয়।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার একদিন পর হামলাটি চালানো হলো। হোয়াইট
হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেছিলেন আল সুদানি।

দুই নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জানিয়েছেন, পেছনে রকেট লঞ্চার লাগানো একটি ছোট ট্রাক
সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়। সেখান থেকেই রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকি সেনা কর্মকর্তা জানান, ট্রাকটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। ধ্বংস হওয়া
ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্ত ইরাকি
নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হওয়ার একদিন পরে এই হামলা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *