সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা

সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

জাহ্নবী বন্ধু কল্যাণ ফাউন্ডেশন ১৯৯৫ এর এসএসসি ব্যাচ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠ থেকে বন্ধুদের নিয়ে একটি আনন্দ র‌্যালী বের করে সন্তোষ বাজার হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিদ্যালয় মাঠে এসে মিলিত হয়।

পরে সেখানে আলোচনা সভা, গান ও নৃত্য পরিবেশন করা হয়। দিনব্যাপী চলে অনুষ্ঠান কর্মসুচী।

এসময় জাহ্নবী বন্ধু কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ইপিয়ার হোসেন এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সম্পাদক শাহীনুর রহমান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিয়া চানঁ, বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল পৌরসভার সাবে মহিলা কাউন্সিলর খালেদা আক্তার স্বপ্না প্রমুখ।

এছাড়া নতুন ও পুরাতন সকল বন্ধুরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *