সকালেই টাঙ্গাইলের সড়কে ঝরল চার প্রাণ

সকালেই টাঙ্গাইলের সড়কে ঝরল চার প্রাণ

টাঙ্গাইল সংবাদদাতা : সকালেই টাঙ্গাইলের সড়কে ঝরল চার প্রাণ।

নিহতরা হলেন রবিউল, সুজন, বেলাল (বইল্লা)। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী পিকআপ মধুপুর উপজেলার মালাউরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

গুরুতর আহত আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরামুল কবীর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *