শ্রীপুরে ৩ চোরকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিল জনগণ

শ্রীপুরে ৩ চোরকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিল জনগণ

শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়া ৩ চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের বড়চালা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতর হলো, শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের ফজর আলীর ছেলে মো. আবুল হোসেন(৫৩), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বল্লাপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল(২৪) ও একই জেলার ত্রিশাল উপজেলার নগর চারা গ্রামের ফজলুল হকের ছেলে মো. জহিরুল ইসলাম(২৫)।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরের দিকে ওই তিনজনসহ আরও কয়েকজন স্থানীয় এক বাড়িতে চুরি করতে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে পর্যায়ক্রমে কৌশলে আশপাশের লোকজন নিয়ে তাদেরকে আটকে ফেলে।

এসময় সাথে থাকা কয়েকজন পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আশপাশের কয়েকটি চুরির সাঙ্গে তার জড়িত ছিল বলে স্বীকার করে।

একই গ্রামের বাসিন্দা মো. হামিদ বলেন, এ বছরের ৮ জানুয়ারি তার বাড়ির বারান্দা থেকে মোটরসাইকেল ও ঘর থেকে দামি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়। পরে তিনি এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

তিনি বলেন, সোমবার ভোরে বড়চালা এলাকায় ধরা পড়া তিন জনের একজন এই চুরির সঙ্গে জড়িতে ছিল বলে স্বীকার করেছেন। এমনকি মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র কোথায় আছে তাও জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ ওই তিনজনকে চোর সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। মামলা রুজু চলমান। তাদের সঙ্গে আরও যারা ছিল তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় চুরি-ডাকাতিসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে।

এমন ঘটনায় উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে সাধারণ মানুষ। চুরি ঠেকাতে বিভিন্ন স্থানে পাহারা দিয়েও সমাধান মিলছেনা। দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *