গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে সবজি ক্ষেতে দেওয়ার বিষপানে ইউসুফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গাজীপুর গ্রামে বিষপানের ঘটনা ঘটে । মোহাম্মদ ইউসুফ ওই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় কাজল মিয়া জানান, পারিবারিক কলহের কারণে প্রথম বিয়ের ৬ মাস পর স্ত্রীকে তালাক দেন ইউসুফ । এরপর তার আপন খালাতো বোনকে বিয়ে করেন তিনি।
দাম্পত্য কলহের কারনে গত ২-৩ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। গত রাতে নিজ স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘরে রাখা সবজি ক্ষেতে দেওয়ার বিষপান করেন তিনি।
বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থা আরও খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমাউল হোসনা বলেন, রাতে ইউসুফকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করেছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এ ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।