শ্রীপুরে সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার

শ্রীপুরে সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার

শ্রীপুর সংবাদদাতা : শ্রীপুরে সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

৫তলা বাড়ির দ্বিতীয় তলায় সুকৌশলে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল লুকিয়ে রেখে বিক্রি করা হচ্ছিল।
এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নবী হোসেন নামের এক ব্যক্তির একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার হয়।

রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে এসব তথ্য জানায় গাজীপুরের সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন খান।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল উপস্থিত ছিলেন।

শ্রীপুর থানা কম্পাউন্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় রোববার মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন নবী হুসেনের বাড়ির দ্বিতীয় তলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য রেখে বিক্রি করা হয়।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গাজীপুরের সহকারী পুলিশ সুপার ( কালিয়াকৈর সার্কেল) মোঃ আফজাল হোসেন
ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল সহ পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান।

তারা সেখানে গিয়ে দেখেন ভবনটির দ্বিতীয় তলায় নবী হোসেনের থাকার ঘরে ৭টি কার্টুন বাক্সের ভেতর মাদকদ্রব্য রাখা।
বাক্সগুলোর প্রত্যেকটির ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল পাওয়া যায়।

তারা খোঁজ নিয়ে জেনেছেন, সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকায় মদগুলো বিক্রি করা হচ্ছিল।
জব্দ করা ৮৭ বোতলে মদের পরিমাণ প্রায় ৬০ লিটার। যার বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা।

তবে, অভিযানের সময় কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে এই ঘটনায় নবী হোসেন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার ( কালিয়াকৈর সার্কেল) মো. আফজাল হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *