শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২জনের মৃত্যু, আহত ৩

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২জনের মৃত্যু, আহত ৩

শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কারওয়ান বাজার ও রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মো. রাশেদ মিয়া (৩০)। তিনি শ্রীপুরের এমসি বাজারের রফিকুল ইসলামের ছেলে। অপরজন আবু বকর সিদ্দিক (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পড়ুয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। আবু বকর সিদ্দিক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাইম ব্যাংক এর শাখা ব্যবস্থাপক (অপারেশনস) হিসেবে নিযুক্ত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, রাতে কাজ শেষে নিজ মোটরসাইকেলে করে মাওনা থেকে এমসি বাজার যাওয়ার পথে হাসিন সুয়েটার কারখানার সামনে হঠাৎ দুর্ঘটনায় পড়েন মো. রাশেদ মিয়া। তার মোটরসাইকেলটি আচমকা মহাসড়কে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থরেই তার মৃত্যু হয়।

অপরদিকে মাওনা থেকে কালিয়াকৈর যাওয়ার পথে কারওয়ানবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে আবু বকর সিদ্দিকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।তাকে প্রথমে মাওনা চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাত পৌনে ৯টার দিকে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরীক্ষা নিরীক্ষার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৩জন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুদীপ চক্রবর্তী বলেন,‘মৃত অবস্থায় আবু বকর সিদ্দিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় গুরুতর জখম ছিল। আমরা পুলিশকে অবগত করেছি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আইয়ুব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় এমসি বাজার এলকায় একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *