শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ

শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন খান টেক্স ফ্যাশন লিমিটেড নামে এক পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল পৌণে ৮ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের জন্য এডমিন বারবার জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। পরে কয়েক দফা কর্মবিরতি পালন করেছি, তবু বেতন দিচ্ছে না। দাবি না মানায় সবশেষে রাস্তায় নেমে আসে শ্রমিকরা।”

কারখানার এক শ্রমিক আমির উদ্দিন বলেন, ‘দুই মাস ধরে বেতন পাইনা। বার বার বললেও না দিয়ে তিন মাস চলছে। আমাদের সংসার কী করে চলে এটা কি মালিকপক্ষ একবার চিন্তা করে? দোকানি বাকি দেওয়া বন্ধ করেছে। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। আমরা শখে রাস্তায় আসছি না। পেটের দায়ে রাস্তায় আসছি।’

এ বিষয়ে খান টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, ‘বকেয়া বেতনের বিষয়ে মালিকপক্ষের সাথে কথা বলেছি। মালিকপক্ষের দেওয়া কথায় আমিও শ্রমিকদের তারিখ দিচ্ছি। কিন্তু বেতন হচ্ছে না। আজ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *