যমুনা সেতুতে ৪ দিনে ১০ কোটি ৫০ লাখ টাকার টোল আদায়

যমুনা সেতুতে ৪ দিনে ১০ কোটি ৫০ লাখ টাকার টোল আদায়

টাঙ্গাইল সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গসহ সারাদেশের মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

এদিকে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এর বিপরীত যানবাহন পারাপার হয়েছে ৩৫ হাজার ২২৭ টি।

শুক্রবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানান।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ২৪১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০টাকা।

অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৯৮৬ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ আরো জানায়, বুধবারের চেয়ে বৃহস্পতিবার যমুনা সেতু দিয়ে ২ হাজার ২টি যানবাহন বেশি পারাপার হয়েছে। তবে টোল আদায়ের পরিমাণ কম হয়েছে। গত চারদিনে যমুনা সেতুর ওপর দিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৩৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ২৮ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। আশা করছি ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে সাড়ে সাতশত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মোবাইল টিম ও মোটরসাইকেল টিমও রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *