টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০ বছর পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।
এরপর একটি বর্ণাধ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে।
এছাড়া দুপুর ২ টা ৩০ মিনিটে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল এম.পি।
সন্ধ্যায় কনসার্টে গান পরিবেশনা করবেন সংগীতশিল্পী হৃদয় খান এবং বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল এম বি এম সি।
গ্রান্ড রিইউনিয়নে সিপিএস বিভাগের পাচ শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রিইউনিয়ন রিইউনিয়ন