মাদকের অভিযানে গিয়ে ঘুষ নেয়ার অভিযোগে শ্রীপুর থানার এএসআই ক্লোজড

মাদকের অভিযানে গিয়ে ঘুষ নেয়ার অভিযোগে শ্রীপুর থানার এএসআই ক্লোজড

শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে মাদকের অভিযানে গিয়ে ৩৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

এরআগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজের পূর্ব উত্তর পাশে সুইপার আরিফের বাড়ীতে অভিযান চালিয়ে তার স্ত্রীর গয়না বন্ধকের ৩৮ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠে এএসআই জাকির হোসেনের  বিরুদ্ধে।

পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাকে শাস্তির আওতায় আনা হয়।

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ঘটনা অবগত হয়ে ইতোমধ্যে ওই এএসআই কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি তদন্ত করার পর অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি প্রদান করা হবে।

প্রসঙ্গত, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা (শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্ন) গ্রামের মনির হোসেন ওরফে মৈন্নার ছেলে আরিফ হোসেনের বাড়িতে মাদকের বিক্রি হচ্ছে এমন সংবাদে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ও দুই কনস্টেবল সাদা পোশাকে বাড়ীতে অভিযান চালায়।

পরে তাদেরকে আটকের ভয় দেখিয়ে প্রথমে তিন লাখ টাকা দাবী করে। পরবর্তীতে ওই সুইপার দম্পতি কানের দুল বন্ধক রেখে এএসআইকে ৩৮ হাজার টাকা ঘুষ দিলে তাদেরকে বাড়ীতে রেখে চলে আসে পুলিশ।

আরিফের স্ত্রী স্বপ্না বলেন, আমাদের বাড়িতে পাউডার ছাড়া কিছুই পায়নি। তারপরও তিন লাখ টাকা চাইছে। আমার গয়না বন্ধক রেখে ৩৮ হাজার টাকা দিয়েছি।

অভিযুক্ত শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন এই রিপোর্টারকে বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন অভিযোগে আরিফের বাড়ীতে অভিযান চালানো হয়েছিল। সেখানে আপনাদের কয়েকজন ছিল। আমি আপনার সাথে দেখা করবো। কোথায় আছেন বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *