অনলাইন ডেস্ক : রাকিব সরকারের সাথে বিবাহ বিচ্ছেদের ঘোষণার এক সপ্তাহ পার না হতেই নিজের ফেসবুকে মন খারাপের একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানিয়েছেন একাকিত্বের কথা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত ২টা ৫০ মিনিটে তিনি স্ট্যাটাস দেন, ‘একা একা লাগে’।
হঠাৎ মধ্যরাতে মাহির স্ট্যাটাসের এমন কারণ না জানা গেলেও কমেন্টে দেখা যায় দু‘জন তাকে আল্লাহকে ডাকার পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, ‘আল্লাহকে ডাকো, তাহাজ্জুদ পড় পারলে।’ আরেকজন আবার কমেন্টে জায়েদ খানকে ট্যাগ করছেন।
আরও পড়ুন
টাঙ্গাইল পৌরসভার লাইসেন্স বাণিজ্যে বাড়ছে যানজট, দুর্ভোগ চরমে
এরআগে গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে আট মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। জানান, কিছুদিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
উল্লেখ্য, এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে।