টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যাবহারের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ালিয়া এলাকায় তিনটি ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি পানি দিয়ে চুল্লী নিভিয়ে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মধুপুর স্টেশনের কর্মীরা।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, তিনটি ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান আগামীদিনেও অব্যহত থাকবে।