টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইল প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেলে ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার নির্বাচনে ৭৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে জহুর আজাহার খান এবং একেএম রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও এই প্যানেল থেকে আরো ৯টি পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানল থেকে একেএম শামিমুল আকতার সভাপতি পদে এবং মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী মিন্টু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
এছাড়াও এই প্যানেল থেকে আরো ১০টি পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল জেলা নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এডভোকেট খান মোহাম্মদ খালেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *