ভূঞাপুরের ৩টি ইটভাটায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা

ভূঞাপুরের ৩টি ইটভাটায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরের তিনটি ইটভাটায় ও দুটি খাদ্যের দোকানে অভিযান চালিয়ে প্রায় নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন ভূঞাপুরের বিভিন্ন যায়গায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ইট পোড়ানোর অনুমতি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি ব্যবহারের অনুমতি না থাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত খন্দকার সুরুজ আলমের এসটিআর ব্রিকসকে ২ লক্ষ টাকা, তারিক মাহমুদ কবিরের কবির ব্রিকসকে ৩ লক্ষ টাকা, আখি ব্রিকসের ম্যানেজার মাহবুব আলম স্বপনকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

অপরদিকে ভোক্তা অধিকার আইনে খাদ্যে ভেজাল ও ভেজাল বস্তা ব্যবহারের অভিযোগে নিকরাইল বাজারের হারুন কে ৫০ হাজার টাকা এবং গোবিন্দাসী বাজারের শাহ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে যৌথভাবে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশ অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, অবৈধ ইট ভাটা ও ভেজাল বিরোধি অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *