বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু’র স্বরণসভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু'র স্বরণসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সংবাদদাতা : মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ‘হাবিবুল হক খান বেনু’র ২৪তম মৃত্যুবাষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, বিশেষ অতিথি ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদ এর সভাপতি মাহমুদুল হক সানু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সনসহ বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু স্মতি সংসদের নেতৃবৃন্দ।

স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশ, মুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু সাহেবের সুযোগ্য সন্তান মোকাম্মেল হক খান রিচার্ডসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বরণসভা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুল হক খান বেনু সাহেবের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *