পর্যাপ্ত ঘুম না হলে আপনার শরীরের যেসব ক্ষতি হতে পারে

পর্যাপ্ত ঘুম না হলে আপনার শরীরের যেসব ক্ষতি হতে পারে

অনলাইন ডেস্ক : পর্যাপ্ত ঘুম না হলে শরীরের যেসব ক্ষতি হতে পারে।
সারা দিনের কর্মব্যস্ততার পর আমাদের দেহের ঘুমের প্রয়োজন। প্রতিরাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি।

বর্তমানে অনেকেই অনিদ্রার সমস্যায় ভুগছেন। যার ফলে তারা ঘুমের ওষুধের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন। যা কি না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
গবেষকদের মতে, পর্যাপ্ত ঘুম না হলে নানা সমস্যা তৈরি হয়। চলুন জেনে নিই সেগুলো সম্পর্কে।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি

রাতে ঘুম ভালো না হলে রক্তচাপ অনিয়মিত হয়ে পড়ে ও ডায়াবেটিস দেখা দিতে পারে।

আরও পড়ুন
চুল পড়া সমস্যা রোধে অ্যালোভেরা যেভাবে ব্যবহার করবেন

হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়।

খিটখিটে ভাব

একটি মানুষের মুড ঠিক না থাকার অন্যতম কারণ হলো রাতে ঘুম কম হওয়া। এ কারণে সে সারা দিন খিটখিটে আচরণ করে চলে। যা তার নিজের জন্য ও আশপাশের সবার জন্য বিরক্তির কারণ হতে পারে।

হজমের সমস্যা

প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে বাড়তে পারে হজমের সমস্যা। না ঘুমালে আমাদের শরীরের পাচনক্রিয়ায় সাহায্যকারী অঙ্গ-প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে না।

আরও পড়ুন
গরমে অতিরিক্ত চা খেলে যেসব ক্ষতি হতে পারে

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

কম ঘুমের কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কারণ পর্যাপ্ত ঘুম না হলে শরীর বিশ্রাম পায় না। ফলে নষ্ট হয় রোগ প্রতিরোধ ক্ষমতা।

ওজন বৃদ্ধি

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত কম ঘুমের ফলে শরীরে মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে ওজন বাড়া স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *