নতুন বছরে জামাল সাবিনাদের জন্য রয়েছে নতুন চ্যালেঞ্জ

নতুন বছরে জামাল সাবিনাদের জন্য রয়েছে নতুন চ্যালেঞ্জ

খেলা ডেস্ক : নতুন বছরে ঠাসা সূচি রয়েছে বাংলাদেশ ফুটবলে। চ্যালেঞ্জ নিতে হবে জামাল ভুঁইয়া ও সাবিনা
খাতুনদের। এ বছর পুরুষ ফুটবলে বাংলাদেশের মূল ব্যস্ততা বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচ নিয়ে। সাবিনাদের
সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই বছর আগে নেপালে জেতা সাফ শিরোপা ধরে রাখা।

নতুন বছরে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ শুরু হবে ১ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্ট দিয়ে।
ঢাকার কমলাপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১৯-২৮ ফেব্র“য়ারি সিনিয়রদের ফিফা উইন্ডো। মার্চের
প্রথমদিন শুরু মেয়েদের আরেকটি টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৬)।

ভেন্যু এখনো ঠিক হয়নি। মার্চে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জামালদের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ।
ফিলিস্তিনের বিপক্ষে ২১ মার্চ হোম ম্যাচ এবং ২৬ মার্চ অ্যাওয়ে ম্যাচ। এক মাস আগে অ্যাওয়ে ম্যাচের ভেন্যু
জানতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

১-৯ এপ্রিল এবং ২৭ মে-৪ জুন সাবিনা খাতুনদের আরেকটি ফিফা উইন্ডো। ফেব্র“য়ারি উইন্ডোর পর বাফুফে
এপ্রিল-মে উইন্ডো নিয়ে কাজ করবে। কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলা অস্ট্রেলিয়া বাংলাদেশে বিশ্বকাপ
বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলবে ৬ জুন।

১১ জুন লেবাননের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ জুনের শেষ সপ্তাহ বা ১ জুলাই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ।
প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ক্লাবগুলো নিয়ে আয়োজনের পরিকল্পনা করবে সাফ।

৮-১৬ জুলাই সাবিনাদের আরেকটি ফিফা উইন্ডো। ১৮-২৮ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ভেন্যু এখনো
নির্ধারণ করা হয়নি। ২-১০ সেপ্টেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে জামালদের খেলতে হবে কি না, সেটা
নির্ভর করবে ১১ জুন লেবানন ম্যাচের পর। সেপ্টেম্বরে কিশোরদের আরও দুটি জুনিয়র টুর্নামেন্ট। ২১-৩০
সেপ্টেম্বর এএফসি অ-২০ এশিয়ান কাপের বাছাই ও ১২-২২ সেপ্টেম্বর সাফ অ-১৭ টুর্নামেন্ট।

অক্টোবরে এএফসির জুনিয়র আরেকটি টুর্নামেন্ট। ১৯-২৭ অক্টোবর এএফসি অ-১৭ টুর্নামেন্ট। ৭-১৫ অক্টোবর
পুরুষ ফুটবলে ফিফা উইন্ডো এবং ২১-৩০ অক্টোবর নারী উইন্ডো।

ওই উইন্ডোতে সাফ সিনিয়র নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে হওয়ার সম্ভাবনাই বেশি। টুর্নামেন্ট হবে ২১
অক্টোবর-৩ নভেম্বর। ১১-১৯ নভেম্বর পুরুষ ও ২৫ নভেম্বর-৪ ডিসেম্বর নারী ফিফা উইন্ডো। এ বছর জাতীয় নারী
ফুটবলে কোচ হিসাবে প্রথম কোনো বিদেশিকে দেখা যেতে পারে। গেল বছর এমন ইঙ্গিত দিয়েছিল বাফুফে।

জাতীয় দলের পাশাপাশি আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও ব্যস্ততা থাকবে এশিয়ান ফুটবল কনফেডারেশন আগামী
বছরের সূচি প্রকাশ করেনি। তাই কিংসের আন্তর্জাতিক ম্যাচের সূচি এখনো পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি চলবে ঘরোয়া ফুটবলের একাধিক প্রতিযোগিতা। ২০২৩-২৪ মৌসুমে বাংলাদেশ
প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চলমান। মে মাসের মধ্যে ঘরোয়া ফুটবলের চলতি আসর শেষ হবে।

এ বছর আগের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা ছাড়াও ফিফা র‌্যাংকিংয়ে যথাসম্ভব উপরের দিকে থাকার কঠিন পরীক্ষায় বসতে হচ্ছে জামাল-রাকিবদের।
চ্যালেঞ্জ মোকাবিলায় জামালদের স্বপ্ন দেখাচ্ছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। দুই বছর ধরে দায়িত্ব পালন করা

এই কোচ ২০২৩ সালে দারুণ কাজ করেছেন ৩৯ বছর বয়সি কাবরেরার কোচিংয়ে সব মিলিয়ে ২১ ম্যাচ খেলে
বাংলাদেশের জয় ও ড্র সমান ছয়টি করে, হার নয়টি। এর মধ্যে ২০২৩ সালে ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
সেখানে পাঁচটি জয়ের বিপরীতে চার হার। এছাড়াও রয়েছে চারটি ড্র।

সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর সেমিফাইনাল কিংবা প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র হয়েছে।
এছাড়া বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্রও কম সাফল্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *