ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের বিন্দুবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করতে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও দীর্ঘ সময় লাশ রেলপথে পড়ে থাকার অভিযোগ করেন স্থানীয়রা।

মঙ্গলবার সকালের দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি-ইজ্জতপুর তেঁতুল গাছ এলাকায় এ ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৩টা লাশ উদ্ধার করতে আসেনি রেলওয়ে পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পড়নে গ্যাবাড়িং প্যান্ট ও শীতের জ্যাকেট রয়েছে। এছাড়াও সাদা রঙের স্যান্ডেল ও চেক কালারের মাফলার গায়ে ছিল।

স্থানীয় রাসেল মিয়া বলেন,’ সকাল ১০টার দিকে গরুর ঘাস আনতে গিয়ে রেললাইনে যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে ৯৯৯ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এরপর থেকে এই লাইনে ৪-৫ টি ট্রেন চলে যায়। প্রতিবারই লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে।
সবশেষ ৩টার দিকেও রেলওয়ে স্টেশনে খবর পৌঁছানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন বলেন,’ ৯৯৯ থেকে থানায় অবগত করার পর সঙ্গে সঙ্গেই বিষয়টি
রেলওয়ে পুলিশকে অবগত করা হয়। যেহেতু এটা তাঁদের বিষয়। তারা ব্যবস্থা গ্রহন করবেন।’

শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন অফিসার শামীমা জাহান বলেন,’ বিকেল ৩টার দিকে আমাকে খবর দেওয়া হয়েছে।
আমার কাছে রেলওয়ে পুলিশের নাম্বার নেই। আমি সংগ্রহ করে তাদেরকে খবর দিবো।
ধারণা করা হচ্ছে, সকালের তিস্তা এক্সপ্রেস অথবা মহুয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর পর বিস্তারিত জানাতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *