টাঙ্গাইলে ৪৯কেজি গাঁজাসহ ৪জনকে আটক করেছে র‌্যাব

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে ৪৯ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২২ এপ্রিল) রাতে
উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাচর গ্রামের ফজলুল হকের ছেলে ডালিম (৩০)। একই
উপজেলার সেজামুড়া গ্রামের তোতা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৬)। একই উপজেলার কালাচর গ্রামের মিয়া চাঁনের ছেলে
নাঈম (২৩) ও কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় মিয়া (২৪)।

টাঙ্গাইলে ৪৯কেজি গাঁজাসহ ৪জনকে আটক করেছে র‌্যাব
৪৯কেজি গাঁজাসহ জব্দকৃত মালামাল

মামলা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের র‌্যাব-১৪ সিপিসি-৩ এর সার্জেন্ট খায়রুল ইসলাম বাসাইল উপজেলার নথখোলা কেন্দ্রীয় জামে
মসজিদের সামনে থেকে প্রাইভেটকার গাঁজাসহ ওই চারজনকে আটক করে। এ সময় প্রাইভেটকারে দুইটি পানির গিজারের ভেতর ৪৯ কেজি গাঁজা উদ্ধার
করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *