টাঙ্গাইল সংবাদদাতা : ১১ ডিসেম্বর টাঙ্গাইলে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল টাঙ্গাইল জেলা শাখা।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধাদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট খালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মহন।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মোস্তফা মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত বিভিন্ন বিষয় নিয়ে আলেকপাত করেন। আলোচনা সভা শেষে রেডিও টেলিভিশনের শিল্পীদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।