টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

টাঙ্গাইল সংবাদদাতা : সত্য, সম্প্রীতি ও ন্যায়ের পথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়া সামাজিক সংগঠন টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সুরুচি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।

অনুষ্ঠানে সংগঠণের সভাপতি আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম ও অ্যাডভোকেট জহুরুল ইসলাম এরপর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, যে কোন ভালো কাজ কাউকে না কাউকে শুরু করে দিতে হয়। এরপর এটি আপন গতিতে চলতে থাকে। দেশে এখনও অনেক ভালো মানুষ আছেন যারা ভালো কাজ আর ভরসার জায়গা পেলে নিজ থেকে সহযোগীতা করতে এগিয়ে আসে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন তার ব্যতিক্রম নয়।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু নোমান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শারমিন শিমু’সহ ইফতার মাহফিলে আগত প্রায় ৩০ টির অধিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *