টাঙ্গাইল থেকে, মুক্তার হাসান : সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে হত্যার প্রতিবাদে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেট বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
শনিবার সকালে আনসার ক্যাম্পের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।
লিফলেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন মূল্য বৃদ্ধির চিত্র, দুর্নীতি, নির্বাচন, মামলা-হামলা ও গ্রেফতারের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
টাঙ্গাইলে শহীদ জগলুর ২৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ছাত্রদল
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জৈষ্ঠ্য নেতা আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, বিএনপি নেতা আবুল কাসেম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা মহিলাদল সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারন সম্পাদক এজাজুল হক সবুজসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠণের অসংখ্য নেতাকর্মী লিফলেট বিতরণে অংশগ্রহন করেন।
আরও পড়ুন
টাঙ্গাইলে জেনারেল হাসপাতাল চত্বরে অনুমোদন ছাড়াই বাণিজ্যিক ভবন নির্মাণ