টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের পৌর এলাকার ওলোয়া তারিণী এলাকা থেকে গলায় রশি লাগালো অবস্থায় রাসেল (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক আটটার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড ওলোয়া বেড়াবুচনা কৃষি জমি থেকে কিশোর রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল একই এলাকার সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিল। আজ সকালে স্থানীয় লোকজন অলোয়া কৃষি জমিতে রাসেলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *