টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

টাঙ্গাইল  সংবাদদাতা : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাধারণ জনতাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ জানূয়ারি) বিকেল ৫ টায় হাসপাতাল প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

নিহত মো. ছানোয়ার হোসেন (৩৮) মধুপুর উপজেলার বট্টবাড়ী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিচতলা গাইনী ওয়ার্ড থেকে একজনের মুঠোফোন চুরি করার সময় চোর ধরা পরে।

এ সময় উচ্ছস্বিত জনতা তাকে মারতে মারতে হাসপাতালে বাইরে নিয়ে আসতে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *