টাঙ্গাইলে লাইসেন্স না থাকায় ২ টি ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলে লাইসেন্স না থাকায় ২ টি ক্লিনিক সিলগালা

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে লাইসেন্স না থাকায় ২ টি ক্লিনিক সিলগালা ও মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে শহরের দেওলা ও সাবালিয়া এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসান বিন মোহাম্মদ আলী জানান, কোন বৈধ কাগজপত্র না থাকায় শহরের দেওলা এলাকার ফেয়ার হসপিটাল ও রেহানা মডার্ন হসপিটাল সিলগালা করা হয়।

এছাড়াও ফেয়ার হসপিটালের তিন মালিককে ৫ হাজার টাকা ও রেহানা মডার্ন হসপিটাল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *