ঘাটাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার সাগরদীঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কে সন্ধানপুর ইউনিয়নে ল্যাংড়াবাজার (ফকিরচালা) এলাকায় সড়কের পাশে থাকা গাছ কেটে গাছের গুঁড়ি ফেলে ১০টি যানবাহনের যাত্রীদের মারধর করে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানায় উপজেলার ল্যাংড়া বাজার এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। যাত্রীদের মারধর করে আতংক সৃষ্টি করে।
পরে চালকদের মারধর করে মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নেয় ডাকাতরা।
১০ চাকার বড় ট্রাক নিয়ে ডাকাতির কবলে পড়েন চালক মিন্টু মিয়া (৩৫)। তিনি জানান, অনেকগুলো গাড়ির সারি দেখে গাড়ির গ্লাস নামিয়ে জানতে চান এখানে কি হয়েছে। এরই মধ্যে ডাকাত দলের একজন এসে তাকে বলে, এখানে কি হচ্ছে তুই বুঝস না? যা আছে বের কর। না দিতে চাইলে রামদায়ের উল্টো পিঠ দিয়ে তার ঘাড়ে আঘাত করা হয়।
পরে তার কাছে থেকে নগদ ২০ হাজার টাকা এবং ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন নিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে ডাকাতির ঘটনায় যারা ছিল তাদের বয়স খুবই কম।