সিগারেটের আগুন থেকে জাবির ছাত্রী হলের কক্ষ পুড়ে গেছে

সিগারেটের আগুন থেকে জাবির ছাত্রী হলের কক্ষ পুড়ে গেছে

অনলাইন ডেস্ক : সিগারেটের আগুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ফজিলাতুন্নেছা হলের
একটি কক্ষ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী হলের অষ্টম তলায় ৮১০নং কক্ষে
এ ঘটনা ঘটে।

সিগারেটের আগুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ফজিলাতুন্নেছা হলের একটি কক্ষ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওই কক্ষ থেকে প্রতিনিয়তই সিগারেটের ধোঁয়া বের হতে দেখা যায়। আজ সকাল
৯টার দিকে ৮১০ নম্বর কক্ষের জানালা দিয়ে তাকিয়ে ছাত্রীরা দেখতে পান ভেতরে খাটের তোশক এবং কম্বলে
আগুন লেগে পুরো কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। তাৎক্ষণিকভাবে হল ওয়ার্ডেনের উপস্থিতিতে কর্মচারীরা
আগুন নিয়ন্ত্রণে আনেন। তখন খাটের পাশে একটি অ্যাশট্রেতে অনেকগুলো সিগারেটের খোসা দেখতে পান তারা।
সেই থেকে ধারণা করা হচ্ছে সিগারেট থেকেই আগুনের সূত্রপাত।

হলের আবাসিক শিক্ষার্থী আয়েশা আক্তার ইতি বলেন, হলের গুটিকয়েক মেয়ে নিজের রুমে সিগারেট খায়। এতে
তাদের রুমমেটদের সমস্যা হওয়ায় তারা হল কর্তৃপক্ষকে জানায়, তারপর হল প্রশাসন থেকে বলা হয় কেউ যাতে
হলের অভ্যন্তরে সিগারেট না খায়; কিন্তু তাতেও কিছু মেয়েরা শুনছে না।

নাম প্রকাশ না করার শর্তে পাশের কক্ষের এক ছাত্রী জানান, সোমবার রাত থেকেই আমরা গন্ধ পাচ্ছিলাম।
ভেবেছিলাম হয়তো বাইরে থেকে আসছে; কিন্তু সকালে দেখি রুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে আমি
নিচে নেমে ম্যামকে জানিয়েছি।

হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক ড. আফসানা হক জানান, সকালে মেয়েরা জানানোর সঙ্গে সঙ্গেই আমি আমি
চলে এসেছি। তারপর সেখানে উপস্থিত থেকে আগুন নেভানো পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম। সেই রুমের মেয়েরা
তখন হলে ছিল না এবং রুম তালাবদ্ধ ছিল। প্রভোস্টের উপস্থিতিতে আমরা বসে একটা ব্যবস্থা নেব।

হল প্রভোস্ট অধ্যাপক ড. সায়েদুর রহমান বলেন, হলের ভেতরে আগুন লাগার ঘটনা শুনেছি। আমি একটু অসুস্থ
থাকায় আজকে অফিসে যাইনি। বুধবার ওয়ার্ডেন ও ছাত্রীদের সঙ্গে বসে কী ব্যবস্থা নেওয়া যায় এরপর আমি বিস্তারিত জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *