নিয়োগ বিজ্ঞপ্তি : চাকরির সুযোগ আছে পল্লী বিদ্যুতে

নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে মোট ৩৩ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার
পদসংখ্যা: ৩৩

যোগ্যতা: এসএসসি/সমমান পাস হতে হবে। চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকদের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স: ২২ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি/সমমানের সনদ বিবেচিত হবে।

বেতন: মাসিক মূল বেতন ১৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া অন্যান্য ভাতা দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদন ফি
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়
১২ ফেব্রুয়ারি ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *