গাজীপুরের শ্রীপুরে ভূমি মেলা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে ভূমি মেলা অনুষ্ঠিত

শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে ভূমি মেলা উপলক্ষে আজ রোববার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মধ্যদিয়ে তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ।

যৌথভাবে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভুমি ব্যবস্হাপনা অটোমেশন প্রকল্প এবং শ্রীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী (২৫-২৭ মে) ভূমি মেলার উদ্বোধনী দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ। সাধারন জনগণ, সেবাপ্রার্থী, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও শিক্ষার্থীসহ উপজেলার প্রত্যেক তহসিলের কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ আলোচনা সভায় উপস্হিত ছিলেন।

ভূমি মেলার আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আলোচকবৃন্দ জানান, ভূমি মেলা-২০২৫ পালন উপলক্ষে ইতিমধ্যে উপজেলার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে জনসচেতনতামূলক আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।

এক্ষেত্রে জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনাসহ ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হবে মেলায়।

তাছাড়া ডাকযোগে ভূমি সেবা-মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে সেবা প্রার্থীদের মাঝে সচেতন বৃদ্ধি করা হবে।

তিন দিন উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে সেবা প্রার্থীদের সহযোগীতার জন্য স্টল স্থাপন করা হয়েছে। উক্ত সেবা প্রদান স্থানে বিভিন্ন প্রকার সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার সাটানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *