টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইল সংবাদদাতা : মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ সোমবার সকালে পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দেয়া।
লক্ষ্য একটাই, যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে গ্রামগঞ্জের কোন রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড়বড় শহরে ভীড় করবে না।

ডা. সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রনালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন যাতে কোন রোগী চিকিৎসক দ্বারা ভূল চিকিৎসার শিকার না হন।

গ্রামে চিকিৎসক না থাকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালয় কাজ করছেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মোঃ আব্দুল কুদ্দুছ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহা সহ অন্যান্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *