কালো পতাকা মিছিল সফল করার লক্ষ্যে টাঙ্গাইল বিএনপি র প্রস্তুতি সভা

কালোপতাকা মিছিল সফল করার লক্ষ্যে টাঙ্গাইল বিএনপির প্রস্তুতি সভা


টাঙ্গাইল থেকে, মুক্তার হাসান : নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ৩০ শে জানুয়ারী কালো পতাকা মিছিল সফল করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী) সকাল ১১টায় শহরের ডিঙি ফাস্টফুড এন্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালো পতাকা মিছিল সফল করার লক্ষ্যে ডিঙি ফাস্টফুড এন্ড রেস্টুরেন্টে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মামুন সরকার, সৈয়দ শাহিন,মোহাম্মদ আলী জিন্নাহ, মীর সাহাদৎ হোসেন সুজন, কামরুল ইসলাম, ওমর ফারুক, যুগ্মসম্পাদক কামরুল ইসলাম, হাসান রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তার হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজাহার তালুকদার, কাতুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ আবুল হোসেন, বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আ: বারেক মিয়া, দাইন্যা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান, হুগড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামরুল মোল্যা, কাকুয়া ইউনিয়ন বিএনপি নেতা মহির উদ্দিন ও মামুদনগর ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন প্রমূখ।

এসময় নেতৃবৃন্দরা বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ওরা যতই অত্যাচার, জুলুম ও নির্যাতন করুক আমরা ঘরে ফিরে যাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *