টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জাতীয় পতাকার আদলে অনুকরণ করে উপজেলা বল্লা
ইউনিয়নের সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি রঙ করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মাঝে
লাল ও দুই পাশে সবুজ রঙ করা হয় সিঁড়িটি। স্থানীয় লোকজনের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকার সুধীজনের
মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা প্রধান শিক্ষিকা ও দোষিদের বিচার দাবি করেন।
এলাকাবাসী জানান, উপজেলা সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে জাতীয় পতাকার আদলে রঙ করায়
স্থানীয়দের নজরে এলে তারা প্রতিবাদ জানান। জাতীয় পতাকার অনুকরণ করে বিদ্যালয়ের সিঁড়িতে রঙ করা
হয়েছে কার নির্দেশে তার বিচার চায়। এতবড় একটি সংস্কার কাজ করা হচ্ছে, অথচ কোনো তদারক কমিটি নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবেদা খানম বলেন, প্রকল্পের টাকা বিভিন্ন সংস্কার কাজ করার অংশ হিসেবে এই সিড়ি
রঙ করা হয়। তিনি আরও বলেন, এতে কোন ত্রুটি হয়ে থাকলে অতি দ্রুত তা নিরসন করা হবে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা দুঃখ প্রকাশ করে
বলেন, বিদ্যালয়ের জাতীয় পতাকার রঙে সিঁড়িটি দেখে অবাক হই। আমাদের মহান জাতীয় পতাকার আদলে সিঁড়ি
রঙ করা হয়েছে। এটা কোনভাবেইে উচিত নয়। তিনি প্রধান শিক্ষিকাকে বিষয়টি অতি দ্রুত সুরাহার করতে বলেছেন।
কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফরহাদ আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ
ধরনের কোন ঘটনা ঘটে থাকে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।