কথা দিচ্ছি আগের চেয়ে সরস কামলা হব – ছানোয়ার হোসেন

কথা দিচ্ছি আগের চেয়ে সরস কামলা হব - ছানোয়ার হোসেন

টাঙ্গাইল থেকে, মুক্তার হাসান : “মার্কা চাইনা ব্যক্তি চাই সে আমাদের ছানোয়ার ভাই, তারুটিয়াবাসি বেধেছে জোট
ঈগল মার্কায় দিব ভোট” এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় তারুটিয়ার নির্বাচনী জনসভা। টাঙ্গাইল সদর উপজেলার
করটিয়া ইউনিয়নের তারুটিয়া বাজারে ৬নং ওয়ার্ডবাসির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩
জানুয়ারী) বিকেলে তারুটিয়া বাজারের পূর্বপাশে এ জনসভার আয়োজন করে এলাকাবাসী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। জনগণের
উদ্যেশে ছানোয়ার হোসেন বলেন, দীর্ঘ দশটি বছর আপনাদের কামলা হয়ে ছিলাম, আমি কি শরস কামলা হতে
পেরেছি। যদি কামলা সরস হই তাহলে আমাকে আর একটা বার ঈগল মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমত
করার সুযোগ করে দিন।

কথা দিচ্ছি আগের চেয়ে আরো অনেক বেশি সরস কামলা হবো আমি আপনাদের ঘরের মানুষ, আমাকে পর করে
দিয়েন না। যদি ১০ বছরে আপনাদের এলাকার উন্নয়নের জন্য কিছু করে থাকি সেই দাবী নিয়ে হাত জোর করে
ঈগল প্রতিকে একটা ভোট চাই।

জনসভায় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,
সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনছারী, ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, মেমিন
হোসেন পাপন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, ইউপি সদস্য আব্দুল লতিফ, আলমগীর সিকদার, এতে
সদর উপজেলার করোটিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অন্য সকল সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা।

এছাড়াও সকালে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী খামারবাড়ী এলাকায় নির্বাচনী পথসভা করেছেন আলহাজ্ব ছানোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *