এ্যাডভোকেট জোয়াহের আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

এ্যাডভোকেট জোয়াহের আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মো. জোয়াহের আলী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর।

শুক্রবার (৮ মার্চ) রাত আনুমানিক ১১টা ৫০মিনিটে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় মরহুমের জন্মস্থান টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এসময় তার জানাজাতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম শামিমুল আকতার, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, গালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সহ মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি স্ত্রী, তিন মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *