ইমাম ও মুয়াজ্জিনদের নগদ অর্থ উপহার দিলেন টাঙ্গাইল পৌর মেয়র

ইমাম ও মুয়াজ্জিনদের নগদ অর্থ উপহার দিলেন টাঙ্গাইল পৌর মেয়র

টাঙ্গাইল সংবাদদাতা : পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ উপহার দেয়া হয়েছে।

বুধবার ২৭ মার্চ দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম. সিরাজুল হক আলমগীর এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

এসময় টাঙ্গাইল পৌরসভার সকল কাউন্সিলর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১৫ টি মসজিদের সাড়ে চারশ’ ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *