অবশেষে সূর্যের দেখা মিললেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা

অবশেষে সূর্যের দেখা মিললেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক : অবশেষে সূর্যের দেখা মিললেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। টানা দুদিন পর ঢাকা সহ আশেপাশের জেলাগুলোর আকশে সূর্যের দেখা মিলেছে। সকালে থেকে কমতে শুরু করেছে কুয়াশা। বেড়েছে তাপমাত্রা।

এর মধ্যে সুখবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া কমবেশি থাকতে পারে। এছাড়া দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পর বিভিন্ন স্থানে মৃদু শেত্য প্রবাহের পর তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।’

আবহাওয়াবিদ বলেন, ‘আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে।
তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।’

আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘আগামী ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবরও শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।’

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সেইসঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *