টাঙ্গাইলে শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

টাঙ্গাইলে শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

টাঙ্গাইল থেকে, মুক্তার হাসান : টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখা।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক তুষার আহমেদ বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেটি সম্ভব হয়েছে আমাদের শহীদদের আত্মত্যাগের কারণে। এখন আমাদের কর্তব্য হলো একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা। সেটিই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও মর্যাদা।”

জেলা ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার বলেন, “জুলাই আমাদের মুক্তির দ্বার উন্মোচন করেছে ঠিকই, কিন্তু সেই সাথে আমাদের কাঁধে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্বও অর্পণ করেছে। আর তা হলো জুলাইয়ের যে আত্বদান থেকে আন্দোলন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন। আমরা একটি সমতাভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি জুলাই গণহত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা সমাজে প্রকৃত বিচার নিশ্চিত করতে চাই। যতদিন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হচ্ছে ততদিন বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার সংগ্রাম অব্যাহত রাখবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফেডারেশনের পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা, সদস্য সচিব মুনাঈম ইসলাম, জেলা সদস্য শিশির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *