তেলের দামে বড় ধরনের পতন

তেলের দামে বড় ধরনের পতন

অনলাইন ডেস্ক : কয়েক দফায় দাম কমে তেলের দাম স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত মিলছে।

সোমবার (৩০ জুন) এক নোটে মরগান স্ট্যানলি এ অনুমান জানায়।

মরগান স্ট্যানলি একটি বিখ্যাত বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থা। এটি বিনিয়োগ ব্যাংকিং, সিকিউরিটিজ, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান করে। উইকিপিডিয়া অনুসারে, বিশ্বজুড়ে ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে মরগান স্ট্যানলি।

মরগান স্ট্যানলি বলেছে, বাজারে সরবরাহ ভালো থাকায় এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি কমে আসার পর আগামী বছরের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৬০ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

ব্যাংকটি আরও জানিয়েছে, ২০২৫-২৬ সালে ওপেক-বহির্ভূত দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির তীব্রতা লক্ষ করা যাচ্ছে, যা প্রতি বছর প্রতিদিন ১০ লাখ ব্যারেল হবে। এ সময়ের চাহিদা বৃদ্ধি মোকাবিলায় যথেষ্ট।

ব্যাংকটি জানিয়েছে, ওপেক তার উৎপাদন কোটা কমানো অব্যাহত রেখেছে। আমরা এখনো ২০২৬ সালে প্রতিদিন প্রায় ১.৩ মিলিয়ন ব্যারেল অতিরিক্ত সরবরাহ আশা করছি।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন এবং রাশিয়াসহ মিত্ররা ওপেক নামে পরিচিত।।

খবর রয়টার্সের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *