শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বৃক্ষরোপণ

শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বৃক্ষরোপণ

টাঙ্গাইল প্রতিনিধি : দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বড় বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিলিমপুর ইউনিয়নের বরুহা উচ্চ বিদ্যালয় ও আল জামিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসাসহ প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে আজ সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার বেশ কিছু স্কুল, কলেজ মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বৃক্ষরোপণ
শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নয়ন ইসলাম, পোড়াবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বজলু, ছিলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম মাহমুদ, লিটন, পোড়াবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লিটন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *