টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির দলীয় মার্কা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে টাঙ্গাইল সদর থানার ১২নং মাহমুদ নগর ইউনিয়নের গোল চত্বর বিএনপি কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহমুদনগর ইউনিয়ন মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম।
এসময় আরও বক্তব্য রাখেন সদর থানা যুবদলের আহবায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোনামিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাকরম আলি, মহিলাদল নেত্রী রহিমা বেগম, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, শাহনাজ পারভিন, হাওয়া বেগম, রওশনারা বেগম, প্রমুখ।
অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে টুকুর পক্ষ থেকে উপহার তুলে দেন নেতৃবৃন্দরা।