টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাককচাপায় আকিল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮এপ্রিল) সকালে সাগরদিঘী-ঘাটাইল আঞ্চলিক সড়কের চাম্মলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিল মিয়া উপজেলার সাগরদিঘী  ইউনিয়নের শোলাকুড়া গ্রামের জয়নাল মেম্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আকিল মিয়া সকালে মোটরসাইকেল চালিয়ে সাগরদিঘী থেকে ঘাটাইল যাচ্ছিলেন। এ সময় আষাড়িয়াচালার চাম্মলকুড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায় আকিল মিয়া।

এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরোহী আকিল মিয়াকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান জানান, সকালে রাস্তায় লোকজন না থাকায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *