টাঙ্গাইলে খাজনার রশিদে মুজিববর্ষের ছবি

টাঙ্গাইলে খাজনার রশিদে মুজিববর্ষের ছবি

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার নিকরাইল হাটের খাজনার রশিদে মুজিববর্ষের প্রতীকি ছবি ব্যবহার করে খাজনা আদায়ের অভিযোগ উঠেছে।

ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এখনও শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে খাজনা আদায় করা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে স্থানীয় মহলে।

জানা যায়, নিকরাইল হাটের বর্তমান ইজারাদার মো. শামীম আল মামুন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে হাটের ইজারা নেন। সে সময় শেখ হাসিনা সরকারের নির্দেশ মতে হাটের রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকি ছবি ব্যবহার করে রশিদ বই তৈরি করেছিলেন তিনি। সেই রশিদের মাধ্যমে এখনও খাজনা আদায় করছেন।

স্থানীয়রা জানান, শেখ হাসিনার পতনের ৭ মাস পেরিয়ে গেছে, এখনও নিকরাইল হাটের খাজনা রশিদে মুজিববর্ষের প্রতীকি ছবির মনোগ্রাম রয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

ইজারাদার শামীম আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মুজিববর্ষের প্রতীকি ছবি ও মনোগ্রাম সব কিছুতেই ব্যবহার করা হয়েছে। সে মতে হাটের রশিদ বইয়েও ওই প্রতীকি ছবি দিয়ে রশিদ বই করতে বাধ্য করা হয়েছিল। হাটের ইজারার মেয়াদ আছে কয়েক সপ্তাহ। তাই আর রশিদ বইটি পরিবর্তন করা হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *