মুক্তার হাসান : টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা সমাজ উন্নয়ন যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ উন্নয়ন যুব সংঘ এ খেলার আয়োজন করে। (২৭ ফেব্রুয়ারী) বিকালে অত্র স্কুল মাঠে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় অংশ নেয় আনুহলা তরুণ তেজ ক্লাব বনাম মিতালী ফুটবল একাদশ সুরুজ ক্লাব। ৩৫ মিনিটের নির্ধারিত খেলায় ৩-২ গোলে বিজয়ী হয় আনুহলা তরুণ তেজ ক্লাব। খেলার প্রথম আর্ধে পর পর দুটি গোল করেন আনুহলা তরুণ তেজ ক্লাব এর পক্ষে ১০ নম্বর জার্সি পরিহিত মারুফ, ও ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সৌরভ দেওয়ান। খেলার ২য় আর্ধে শেষের দিকে আরো একটি গোল করেন সৌরভ। এভাবেই তিনটি গোল করে মিতালী ফুটবল একাদশকে কোণঠাসা করে ফেলা হয়। ২য় আর্ধে সুরুজ দলের পক্ষে ১টি দুর্দান্ত গোল করে ১৭নং জার্সি পরিহিত রানা। এর পর দলটি প্রাণপন চেষ্টা করতে থাকে খেলা শেষ হওয়ার আগ মুহুর্তে আরো একটি গোল করে সুরুজ দল এতে তাদের স্কোর দাঁড়ায়-২। অর্থাত আনুহলা-৩, সুরুজ-২টি গোল করে। ফলে ১ পয়েন্ট বেশি পেয়ে আনুহলা ফাইনালে গিয়েছে। ফাইনালে আনুহলার সাথে হাড্ডাহাড্ডী ভাবে লড়বে ধনবাড়ী ক্লাব।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীন ভাবে কথা বলার ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্নামেন্ট। এ এলাকার মানুষ ফুটবলপ্রেমী। তিনি বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করুক। ইন-শা-আল্লাহ্ বিএনপি দেশ পরিচালনা করবে, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকাসক্ত হয়ে বিপৎগামী হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসন থেকে কেন্দ্রী বিএনপির প্রচার সম্পাদক যুব সম্রাট সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচন করবেন। তাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে ইনশাআল্লাহ।
এ সময় যুবদল নেতা নয়ন ইসলাম এর সঞ্চালনায় সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুর রহমান সহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক কবিরুজ্জামান কবীর, মহিলাদল নেত্রী নাসরিন আজাদ, সোনিয়া হামজা, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজিদুর রহমান সজিব, ছাত্রদল নেতা আজাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।