পুকুর থেকে ৫বছরের শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুকুর থেকে ৫বছরের শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে পুকুর থেকে ইব্রাহিম খলিল নাইম (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

তবে শিশুটির পরিবারের দাবি এটি হত্যা। বুধবার দুপুরে পৌরসভার গোত্রশাল উত্তরপাড়া পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নাইম পৌরসভার গোত্রশাল উত্তরপাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আলির ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টায় নাইম নিখোঁজ হয়। পরে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে দুপুর ৩টার দিকে নাইমের লাশ পুকুরে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা কহিনুর বেগম বলেন, আমার ছেলেকে বাড়ির পাশ থেকে মুখ চেপে ধরে নিয়ে যায়। পরে হত্যা নিশ্চিত করে পুকুরে ফেলে দেয়। ছেলের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, আমাকে এই বিষয়ে কেউ জানায় নাই। শিশুটির পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *