টাঙ্গাইল প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মরহুম আরফান আলী মাস্টার খান স্মরণে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা উত্তরপাড়া তরুণ তেজ ক্লাবের আয়োজনে রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে হোসনেআরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন।
গতকালের উদ্বোধনী খেলায় অংশ নেয় আনুহলা তরুন তেজ ক্লাব বনাম গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি। ৪০ মিনিটের নির্ধারিত খেলায় ১-০ গোলে বিজয়ী হয় গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোলটি করেন বিজয়ীদলের নাইজেরিয়ান খেলোয়ার ওমর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে কথা বলা ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্নামেন্ট। এ এলাকার মানুষ ফুটবলপ্রেমী। তিনি বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করুক। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসন থেকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক যুব সম্রাট সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচন করবেন। তাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে ইন-শা-আল্লাহ্। শুধু তাই নয় এই বিদ্যালয়টি দীর্ঘদিন অবহেলিত হয়ে থাকায় কোন উন্নয়নের ছোয়া লাগেনি। সে নির্বাচিত হলে মন্ত্রী হবে এরপর এই বিদ্যালয়ের উন্নয়নে যা যা করা দরকার আমি তাকে বলে সব করে দিব কথা দিলাম।
এ সময় বরুহা তরুন তেজ ক্লাবের সভাপতি রঞ্জু মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা নাদিম মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক কবিরুজ্জামান কবীর, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল তালুকদার, যুবদল নেতা ও অত্র ক্লাবের সদস্য লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।