কারখানা শ্রমিকদের দাবি আদায়ে শ্রীপুরে ৪ ঘন্টা সড়ক অবরোধ

কারখানা শ্রমিকদের দাবি আদায়ে শ্রীপুরে ৪ ঘন্টা সড়ক অবরোধ

শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা সংলগ্ন মাওনা পাথার এলাকায় বকেয়া বেতনসহ মোট চারটি দাবি আদায়ে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডে কারখানার শ্রমিকরা। পরে কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে ওই এলাকার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

এ সময় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানা শ্রমিকদের দাবি আদায়ে শ্রীপুরে ৪ ঘন্টা সড়ক অবরোধ
কারখানা শ্রমিকদের দাবি আদায়ে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে আগুন জালিয়ে রেখেছেন অবরোধকারীরা

পরে দুপুর ১টার দিকে সড়ক থেকে সরে গিয়ে কারখানার আশপাশে অবস্থান নেয় তারা । এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা আড়াইটা নাগাদ কিছু শ্রমিক সড়কের পাশে অবস্থান নিয়েছেন। যানবাহন চলাচল করছে। কারখানাটির সহস্রাধিক নারী-পুরুষ শ্রমিক এই বিক্ষোভে অংশ নেয় ।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই কারখানার শ্রমিকদের ২০২৩-২৪ সালের ছুটির টাকা বাকি পড়ে আছে।

এছাড়া ঈদ বোনাস, টিফিন বিল, হাজিরা বোনাস দেওয়ার দাবি করে আসছেন তাঁরা।

অপরদিকে কথায় কথায় শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের সাথে খারাপ আচরণ বন্ধ করা ও খারাপ আচরণের দায়ে সুনির্দিষ্ট একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবি তুলেছেন তাঁরা।

শামিমা আক্তার নামে এক শ্রমিক বলেন, ‘আমাদের বকেয়া পরিশোধ করার কথা থাকলেও তারা তা‌ করছেন না। অপর এক শ্রমিক মো. আলম মিয়া বলেন, শ্রমিকদের সাথে কারখানার কিছু কর্মকর্তা অত্যন্ত বাজে আচরণ করেন। এসব বন্ধ করে তাদের সব বকেয়া পরিশোধ করতে হবে।

কারখানা শ্রমিকদের দাবি আদায়ে শ্রীপুরে ৪ ঘন্টা সড়ক অবরোধ
মালিকপক্ষ শ্রমিকদের কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সড়ক ছাড়েন আন্দোলনরত শ্রমিকরা

একই কারখানার অপর শ্রমিক আমেনা বলেন, এমনিতেই স্বল্প টাকা বেতন পান তারা। তার উপর যদি বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়, তাহলে শ্রমিদের জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে যায়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁরা মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান করছেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আব্দুল লতিফ বলেন, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল । পরে আমরা দুই পক্ষের সঙ্গে আলাপ করে সমাধান করেছি। বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন কর্তৃপক্ষ। এর পর শ্রমিকরা রাস্তা ছেড়ে আন্দোলন থেকে সরে আসে। কারখানার মালিক এসে বাকি দাবিদাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে শিল্প পুলিশের পাশাপাশি আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়ের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *